বিজ্ঞাপন
বুধবার, আগস্ট ৬, ২০২৫
বুধবার, আগস্ট ৬, ২০২৫

‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসে’ মঞ্চস্থ হলো নাট্যতরীর মূকনাটক ‘জুলাই’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ছাত্রজনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নাট্যতরী থিয়েটার আয়োজনে মূকনাটক ‘জুলাই’ মঞ্চস্থ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানী নাটক সরণি খ্যাত বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতিনীলিমা ইব্রাহীম মিলনায়তনে এ নাটক মঞ্চস্থ হয়।

২০২৪ সালের ঐতিহাসিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তী ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে নানা শ্রেণিপেশার মানুষের উপস্থিতি লক্ষ করা যায়।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর আয়োজিত সেমিনারে বক্তারা ২০২৪ সালে আন্দোলনের প্রেক্ষাপট, গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার লড়াই এবং তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

প্রথম অধিবেশনে পিএইচডি গবেষক ও লেখক মো. তারেকুল ইসলামের লেখা রাজনৈতিক দাসত্বের বিপরীতে শিল্পীর সার্বজনীন চেতনাই বাংলাদেশপন্থি সংস্কৃতি বিনির্মাণের মৌলিক প্রণোদনাশীর্ষক প্রবন্ধ পাঠ করা হয়।

এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অতিরিক্ত সচিব ও গাজীপুর উন্নয়ন করপোরেশন চেয়ারম্যান আব্দুল মান্নান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান সেক্রেটারি জেনারেল কামাল বায়জিদ, সাংবাদিক ও থিয়েটার এক্টিভিস্ট মির্জা সাকিব, ব্যাংকার গিয়াস উদ্দীন মানিক, ব্যাংকার ও নাট্যতরী সহসভাপতি আলাউদ্দিন আল আজাদ।

দ্বিতীয় অধিবেশনে মঞ্চস্থ হয় নাট্যতরী থিয়েটার পরিবেশনায় ‘মূকনাটক : জুলাই’। মুহাম্মদ ইকবাল জাভেদ রচনা ও নির্দেশনায় নির্মিত এ নাটকটিতে জুলাই ২০২৪ সালের রক্তাক্ত আন্দোলনের বিভিন্ন পর্যায়, ছাত্রজনতার আত্মত্যাগ, রাষ্ট্রীয় দমনপীড়ন এবং গণজাগরণকে দৃশ্যায়নের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়।

নাটকে অভিনয় করেন আরিফুল ইসলাম সাগর, তরিকুল ইসলাম ইমন, মোহাম্মদ আবু হামজা, রায়হান হোসাইন রোহান, সালেহীন হালিম এবং সাজিদ আহমেদ। মিউজিক ডিজাইন করেন কাওসার জাহান সামী, আলোক পরিকল্পনায় ছিলেন সাদ ইব্রাহিম। অর্থ ও খাবার সরবরাহে ছিলেন থিয়েটারের অর্থ সম্পাদক ফয়সাল বিন কবির। ব্যবস্থাপনায় ছিলেন নাট্যতরী সাধারণ সম্পাদক ইহতিয়াজ ত্বকী।

অনুষ্ঠান শেষে অতিথিরা নাট্যতরীর এই সাহসী ও সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ ও জুলাই বিপ্লবের চেতনা ধরে রাখার আহ্বান জানান।

এছাড়া, তরুণ প্রজন্মের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

 

মির্জা শাখেছেপ শাকিব/এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More