জুলাই আন্দোলনে সাধারণ ছাত্রছাত্রীদের ওপর নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে ছাত্রলীগকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন‘ ঘোষণার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এ দাবিতে মঙ্গলবার (১৫ জুলাই) জাতিসংঘের বাংলাদেশস্থ আবাসিক দপ্তরে একটি স্মারকলিপি জমা দেয় দলটি।
জাতিসংঘের আবাসিক প্রতিনিধির পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন মানবাধিকার বিশেষজ্ঞ হুমা খান। এবি পার্টির প্রতিনিধিদলে ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি এবং সদস্য ব্যারিস্টার ইরতিকা আহমেদ।
স্মারকলিপি প্রদান শেষে এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি বলেন, “ছাত্রলীগকে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাহী আদেশে ইতোমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাদের বিরুদ্ধে নারী নির্যাতন, শিক্ষার্থীদের উপর গেস্টরুমে অমানবিক নির্যাতন, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে প্যারামিলিটারি ভূমিকা পালন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের ওপর হামলা চালানোসহ নানা অভিযোগ রয়েছে। এসব অপরাধ একত্র করলে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে মিল পাওয়া যায়।”
তিনি আরও বলেন, “জাতিসংঘের কাছে আমরা চেয়েছি—ছাত্রলীগ যেন আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃত হয়, যাতে দেশে–বিদেশে অবস্থানরত নেতাকর্মীরা মানবাধিকার লঙ্ঘনের দায়ে জবাবদিহির বাইরে থাকতে না পারে।”
জাতিসংঘের প্রতিনিধি স্মারকলিপিটি গ্রহণ করে জানিয়েছেন, বিষয়টি প্রয়োজনীয় বিবেচনার জন্য তারা সংশ্লিষ্ট মহলে উপস্থাপন করবেন এবং সদস্য রাষ্ট্রগুলোর অভিমতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হতে পারে।
স্মারকলিপি প্রদান ও সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সহকারী নারী বিষয়ক সম্পাদক শাহিনুর আক্তার শীলা, নারীনেত্রী রাশিদা আক্তার মিতু, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, ছাত্রপক্ষের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মাহমুদুল হাসান আসিফ, দপ্তর সম্পাদক সোলাইমান আল হাবিব এবং অর্থ সম্পাদক জাওয়াদ হামিম।