৬০
ছাগল পালন করে স্বাবলম্বী মেহেরপুরের প্রতিবন্ধী সাহাবুল ইসলাম। প্রতিবন্ধী হয়েও তিনি এখন এলাকায় অনুপ্রেরণার রোল মডেল।
৯ বছর বয়সে দুই হাত হারান সাহাবুল ইসলাম। তবে ভিক্ষাবৃত্তি বেছে না নিয়ে ৫টি ছাগল কিনে লালন পালন শুরু করেন। এখন তার ছাগলের সংখ্যা ৪০টি। সরকারিভাবে সাহায্য সহযোগিতা পেলে আরো উন্নতি করার আশা সাহাবুলের। সাহাবুলের এমন উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসী।
জেলা প্রাণিসম্পদ বিভাগ জানায়, সাহাবুলের ছাগলের যেকোনো চিকিৎসা সেবা ও সার্বিক সহযোগিতায় পাশে থাকবে তারা।প্রতিবন্ধী সাহাবুল ইসলাম এখন বেকারদের কাছে অনুকরনীয় দৃষ্টান্ত।