ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে নয়াদিল্লিতে গতকাল ৯ সেপ্টেম্বর জি২০ সম্মেলনে ভিন্ন ভিন্ন অধিবেশনে যোগ দেন শেখ হাসিনা। সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার’ শীর্ষক দুটি বক্তব্য রাখেন তিনি।
সম্মেলনজুড়ে শেখ হাসিনা গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সম্মেলনে বৈশ্বিক নেতৃত্বের উদ্দেশে শেখ হাসিনা বলেছেন, পৃথিবী ও মানুষের সহাবস্থানের জন্য জরুরি এমন এক বৈশ্বিক আবহ, যা দারিদ্র্য দূর করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমিত করবে। সেই সঙ্গে বিশ্বে সংঘাতের বদলে সহযোগিতার বাতাবরণ সৃষ্টি করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিনয়ী ভঙ্গিতে কথা বলছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক
জি–২০ এর সদস্য না হয়েও সম্মেলনে বিশেষ আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের প্রথম দিনেই দেখা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের মোবাইল ফোনে সেলফি তোলেন জো বাইডেন।

জো বাইডেনের সেলফিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ
নয়াদিল্লিতে এই অনুষ্ঠানে জো বাইডেন ছাড়াও যোগদানকারী বিশ্ব নেতারা হলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল, আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা প্রমুখ।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে শেখ হাসিনা
এছাড়া এদিন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস

তিন নারী নেতৃত্ব একসঙ্গে ক্যামেরা লেন্সে বন্দি
সমাপনী দিনের কর্মসূচি শেষে ঢাকার উদ্দেশে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসএ/দীপ্ত নিউজ