একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বাংলা শিশু সাহিত্যের প্রবাদ পুরুষ সুকুমার বড়ুয়া মারা গেছেন। মৃত্যুকালে কিংবদন্তি এ ছড়াকারের বয়স হয়েছিল ৮৮ বছর।
শুক্রবার (২ জানুয়ারি) ভোর ৬টা ৫৫ মিনিটে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় জে কে মেমোরিয়াল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি।
সংবাদমাধ্যমে তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন মেয়ে অঞ্জনা বড়ুয়া। তিনি জানান, ফুসফুসে পানি জমলে দ্রুত পরিবার তাকে চট্টগ্রামের একটি মেডিকেল সেন্টারে ভর্তি করে। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে জে কে মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সুকুমার বড়ুয়া ১৯৩৮ সালের ৫ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলার মধ্যম বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। ক্যারিয়ারের শুরুতে ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু হয় তার। ১৯৯৯ সালে স্টোরকিপার হিসেবে তিনি অবসরে যান।
কচি–কাঁচার আসর, খেলাঘর ও মুকুলের মাহফিলসহ বিভিন্ন শিশু–কিশোর পত্রিকায় নিয়মিত তার লেখা প্রকাশিত হয়। প্রায় ছয় দশকের ক্যারিয়ারে তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে লেজ আবিষ্কার, ছোটদের হাট, কোয়াল খাইয়ে, ঠিক আছে ঠিক আছে, পাগলা ঘোড়া, ভিজে বেড়াল, চন্দনা রঞ্জনার ছড়া, এলোপাতাড়ি, নানা রঙের দিন, চিচিং ফাঁক, কিছু না কিছু, নদীর খেলা, চন্দনার পাঠশালা, জীবনের ভেতরে বাইরে ইত্যাদি।
ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০১৭ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। এছাড়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, চন্দ্রাবতী শিশুসাহিত্য পুরস্কারসহ একাধিক পুরস্কারে ভূষিত হন কিংবদন্তি এ ছড়াকার।