মঙ্গলবার, জানুয়ারি ২৮, ২০২৫
মঙ্গলবার, জানুয়ারি ২৮, ২০২৫

ছড়াকার ও প্রকাশক কাদের বাবুর জন্মদিন আজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঝিঁঝি পোকা ঝিঁঝি/আপনি কি খুব বিজি?—জি জি জি জি জি জি/আমি ভীষণ বিজি’ কিংবা ‘দেশ বাঁচাতে নদী বাঁচাই/বাঁচাই পরিবেশ/কুলকুল কুল বইলে নদী/ বাঁচবে সোনার দেশ’ এমন ছড়াকবিতা যিনি লিখতে পারেন, লেখালেখি যার নেশা, প্র্রকাশনা জগতে নিজেকে যিনি নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, সাংবাদিকতা ও প্রকাশনা যার পেশা। সেই ছড়াকার, গল্পকার, প্রকাশক ও সাংবাদিক কাদের বাবুর ৪১তম জন্মদিন আজ।

এ উপলক্ষে শুক্রবার (২৪ জানুয়ারি) বাবুই কার্যালয়ে জন্মদিন উদযাপন করা হবে বলে জানিয়েছেন লেখকের ভাইব্রাদাররা।

কাদের বাবু দেড় যুগের বেশি সময় ধরে যুক্ত ছিলেন সাংবাদিকতায়। বর্তমানে ফ্রিল্যান্স সাংবাদিকতা করছেন। বিভিন্ন সময় কাজ করেছেন দৈনিক ইত্তেফাক, দৈনিক সমকাল, অর্থনীতি প্রতিদিন, সাপ্তাহিক ঠিকানা, সাপ্তাহিক খবরের অন্তরালে, পাক্ষিক আনন্দ আলো, মাসিক পর্যটন বিচিত্রা, সাপ্তাহিক বৈচিত্র ও মাসিক মদীনায়। এছাড়াও কাজ করেছেন অনলাইন নিউজ পোর্টাল নয়াযুগ ও বাংলামেইলে। বাংলাভাষার প্রথম ইবুক প্রকাশনা সংস্থা সেইবই ডটকমএ কাজ করে লেখকদের যুক্ত করেছেন নতুন জগতে। সাংবাদিকতার পাশাপাশি অনিয়মিত ছড়ার কাগজ ছড়াআনন্দ সম্পাদনা করেন। একই সাথে তার সম্পাদনায় সাহিত্যকাগজ বাবুইএর ঈদসংখ্যা পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়। এছাড়াও ছোটদের প্রকাশনা প্রতিষ্ঠান বাবুই তার কর্মময় আনন্দস্থল।

ছোটবেলা থেকেই কাদের বাবু লেখালেখি ও সংস্কৃতি অঙ্গনের সঙ্গে যুক্ত। গ্রামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরীর ভিতরবন্দ ইউনিয়নের রসুলপুর গ্রামে। ১৯৮৪ সালের ২৪ জানুয়ারি বাবা আবদুল হাকিম ও মা রাবেয়া বেগমের সন্তান কাদের বাবু জন্মগ্রহণ করেন। প্রত্যন্ত অঞ্চল রসুলপুরে জন্ম হলেও শৈশবকৈশোর কেটেছে রংপুরের জুম্মাপাড়ায়।

১৯৯৫ সালে লেখালেখির শুরু দৈনিক যুগের আলোর পত্রিকার মধ্য দিয়ে। এরপর থেকে লেখালেখি করে আসছেন বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকায়। ‘মিষ্টি প্রেম ডট কম’ তার প্রথম ছড়ার বই। এছাড়া লিখেছেন গল্পের বই ‘ভূতের বন্ধু টুত’, ‘পরিবাগের পরি’ এবং ছোটদের ছড়ার বই ‘মেঘ ছুটিতে লাটিম ফোটে’।

বাংলাদেশের লেখক ডিরেকটরির মতো মৌলিক সম্পাদনাকর্ম ছাড়াও ‘২০০ বিজনেস আইডিয়া : বেকার নয় ব্যবসায়ী হোন’ বইটিরও ব্যাপক সাড়া ফেলে। এছাড়া একক সম্পাদনা বাংলাদেশের সায়েন্স ফিকশন গল্প, ছোটদের চিরকালীন মজার ছড়া। যৌথ সম্পাদনা করেছেন বাংলাদেশের সেরা ছড়া, বাংলাদেশের সেরা গল্প, বাংলাদেশের ভালোবাসার ছড়া, বাংলাদেশের ভ্যালেনটাইন ছড়া প্রভৃতি। ২০১৬ সালে পেয়েছেন রঙধনু তরুণ ছড়াকার সম্মাননা।

জন্মদিনের প্রত্যাশা নিয়ে কাদের বাবু জানান, মানুষের জন্য কাজ করতে পারাই মূল আনন্দ। এই আনন্দ ভাগাভাগি করে নিতে চান তিনি সবসময়। আমৃত্যু ভালো কাজ করে যেতে চান।

আল

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More