চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে মঙ্গলবার (১২ মার্চ) রাত ২টায় রয়েছে দুটি ম্যাচ। ঘরের মাঠে পোর্তোর সঙ্গে লড়বে আর্সেনাল। আর নাপোলির বিপক্ষে অগ্নি–পরীক্ষার মুখোমুখি হবে, স্প্যানিশ জায়ান্ট বার্সা।
ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টিকে থাকতে, মাঠে নামবে বার্সেলোনা। প্রথম রাউন্ডে নাপোলির সঙ্গে ১–১ গোলে ড্র করে বেশ ব্যাকফুটে আছে তারা।
তবে এই মৌসুমের পরই ক্লাব ছাড়বেন বার্সা কোচ জাভি– এ খবরের পর টানা আট ম্যাচে অপরাজিত কাতালানরা। এছাড়াও লিগে তৃতীয় অবস্থানে আছে তারা। তবে প্রতিপক্ষ প্রয়াত ম্যারাদোনার সাবেক ক্লাব নাপোলিও আছে দারুন ছন্দে। তারাও টানা ছয় ম্যাচ ধরে অপরাজিত। তাই দুই দলের সামনেই এখন শেষ আটে যাওয়ার সুযোগ। অবশ্য কাতালান ডেরায় আছে চোটের সমস্যা। গাবি, পেদ্রি, ফেরান তোরেস না থাকায়, বেশ চাপে থেকেই খেলতে নামবে বার্সা।
আরও পড়ুন: শিরোপা দৌড়ে ফিরল আর্সেনাল
অন্যদিকে, প্রতিপক্ষ পোর্তোর বিপক্ষে প্রথম লেগে ১–০ ব্যবধানে হেরেছে আর্সেনাল। তাই দ্বিতীয় লেগে জয়ের বিকল্প নেই মিকেল আর্তেতার বাহিনীর।
তবে এমিরেটসে ফেভারিট হিসেবেই নামবে তারা। লিগে দুর্দান্ত ছন্দে আছে গানাররা। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগেও সবাইকে টপকে এখন শীর্ষে আর্সেনাল। সবশেষ ওয়েস্ট হ্যামকে ৬–০ গোলে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী জেসুস, মার্টিনেল্লিরা। তবে চোটের কারণে এ ম্যাচে থাকছেন না মার্টিনেল্লি। তাছাড়া ইউরোপিয়ান স্টেজে আর্সেনালের সুখস্মৃতি খুব একটা নেই বললেই চলে। তাই খানিকটা চাপে থেকেই মাঠে নামবে আর্তেতার শীষ্যরা।
আল / দীপ্ত সংবাদ