চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামছে জায়ান্ট ক্লাবগুলো। ইউনিয়ন বার্লিনের ঘরের মাঠে আতিথ্য নেবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আর ওল্ড ট্রাফোর্ডে শক্তিশালী বায়ার্নের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। দুটো ম্যাচই শুরু হবে রাত ২টায়।
ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের অপ্রতিরোধ্য দলটার সামনে, ১৫তম শিরোপা ঘরে তোলার মিশন। গ্রুপ পর্বে এখন পর্যন্ত কোনো ম্যাচ না হেরে, শেষ ষোলোর টিকিট কেটেছে আনচেলত্তির শিষ্যরা।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে এবার রিয়ালের প্রতিপক্ষ ইউনিয়ন বার্লিন। যাদের প্রথম লেগে ১–০ গোলে হারিয়েছিল লস ব্লাঙ্কোরা। জয়ের সেই ধারাই বজায় রাখতে রাখতে চায় তারা।
দলে আছে বড় কয়েকটি চোটের সমস্যা। মাঠে পাওয়া যাবে না ভিনিসিয়াস, মিলিতাওকে। তবে রদ্রিগো, বেলিংহাম, মদ্রিচদের নিয়েই দলের পরিকল্পনা সাজাবেন, কোচ আনচেলত্তি।
এদিকে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সেরাটা দিতে ব্যর্থ ম্যানচেস্টার ইউনাইটেড, শেষ ষোলো নিশ্চিত নয় তাদের। ৫ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে, টেবিলের তলানিতে টেন হ্যাগের শিষ্যরা। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা রাঙ্গাতে পারলে বেচে থাকবে শেষ ষোলোর আশা।
তবে তাদের প্রতিপক্ষ শক্তিশালী বায়ার্ন মিউনিখ।
যাদের বিপক্ষে প্রথম লেগে ৪–৩ গোলে হেরেছিল রাশফোর্ড, গারনাচোরা। লাল কার্ড সমস্যায় মাঠে থাকছেন না সাঞ্চো। চোটের কারণে নেই লিসান্দ্রো মার্টিনেজও। সেই সাথে শঙ্কা আছে ক্যাসেমিরোকে নিয়েও। তাইতো বেশ চাপে থেকেই খেলতে নামবে ম্যান ইউ।
এসএ/দীপ্ত নিউজ