উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা ও আর্সেনাল।
মঙ্গলবার (১২ মার্চ) রাতে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ৩–১ গোলে জিতেছে বার্সা। ফলে দুই লেগ মিলিয়ে ৪–২ গোলের অগ্রগামিতায় স্প্যানিশ লা লিগার শিরোপাধারীরা পা রেখেছে শেষ আটে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামছে বার্সা ও আর্সেনাল
নাপোলিকে হারিয়ে ২০২০ সালের পর শেষ আটে পা রাখলো বার্সা। নিজেদের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে, পুরো ম্যাচে নাপোলির গোলমুখে দুই ডজন আক্রমণ করেছে বার্সা। ১৫ আর ১৭ মিনিটে দুই গোলে এগিয়েও যায় তারা। তবে ৩০ মিনিটে এক গোল শোধ করে নাপোলি। ম্যাচের ৮৩ মিনিটে রবার্ট লেভান্ডোস্কির গোলে কাতালানদের কোয়ার্টার নিশ্চিত হয়।
দিনের অন্য ম্যাচে, পোর্তোকে টাইব্রেকারে ৪–২ গোলে হারিয়ে, ১৪ বছর পর কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্সেনাল। দুই লেগ মিলে ১–১ সমতা থাকায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। ঐ সময়ে গোল না হওয়ায় ফলাফল চূড়ান্ত হয় টাইব্রেকারে।
আল / দীপ্ত সংবাদ