কিউইদের ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলেছে রোহিত শর্মার দল। এতে আরও একবার বড় টুর্নামেন্টের ফাইনালে স্বপ্নভঙ্গ হলো নিউজিল্যান্ডের।
দুবাইয়ে রোমাঞ্চকর ফাইনালে এক ওভার হাতে রেখে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল। এর আগে ২০১৩ সালে এককভাবে এবং ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল ভারত। ইতিহাসের প্রথম দল হিসেবে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হলো ভারত।
ভারতের এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। নিউজিল্যান্ডের দেয়া ২৫২ রানের লক্ষ্যে খেলতে নামা ভারতকে টোন সেট করে দিয়েছিলেন রোহিতই। তবে দিন শেষে কিছুটা আক্ষেপ থাকতে পারে দারুণ খেলেও সেঞ্চুরি না পাওয়ায়। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার রোহিত ও শুভমান গিল।
যদিও রোহিতই আক্রমণাত্মক ছিলেন বেশি। তিনি মাত্র ৪১ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। এরই মধ্যে একবার জীবন পান ভারতের ওপেনার শুভমান গিল। জেমিসনের বলে মিড–উইকেটে কঠিন এক ক্যাচ দিয়েছিলেন এই ওপেনার। কিন্তু বল ধরে রাখতে পারেননি মিচেল। ফলে ৬ রানে বেঁচে যান গিল।
পরে ৫০ বলে ৩১ করে গিল স্যান্টনারের বলে গ্লেন ফিলিপসের দুর্দান্ত এক ক্যাচ হন। ততক্ষণে উদ্বোধনী জুটিতে উঠে ১০৫ রান।
এরপর বাকি পথটুকু সহজেই পাড়ি দিয়েছেন লোকেশ রাহুল–রবীন্দ্র জাদেজারা। রাহুল ৩৪ আর জাদেজা ৬ রানে অপরাজিত থাকেন। বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ শেষ করেন জাদেজা।
আল