বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশসহ ৮ দলের চূড়ান্ত স্কোয়াড

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। মাত্রদিন চারদিন পর শুরু হবে আট দলের মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।

হাইব্রিড মডেলে পাকিস্তান ও দুবাইয়ে চলবে ৯ মার্চ পর্যন্ত। নবম আসরে ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে রয়েছে অস্ট্রলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।

এক নজরে দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ স্কোয়াড

বাংলাদেশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহঅধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম সাকিব, নাহিদ রানা

ভারত:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্শিত রানা, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।

নিউজিল্যান্ড:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেইন উইলিয়ামসন, উইল ইয়ং।

পাকিস্তান:
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সৌদ শাকিল, তৈয়ব তাহির, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, আগা সালমান, উসমান খান, আবরার আহমেদ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি।

অস্ট্রেলিয়া:
স্টিভেন স্মিথ (অধিনায়ক), শিন অ্যাবোট, অ্যালেক্স ক্যারি, বেন ডোয়ার্শিস, নাথান অ্যালিস, জ্যাক ফ্রেজারম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সঙ্ঘ, ম্যাথু শর্ট, অ্যাডাম জাম্পা।

ইংল্যান্ড:

জশ বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট, মার্ক উড।

আফগানিস্তান:
হাশমতউল্লাহ শাহীদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, ইকরাম আলিখিল, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, নূর আহমদ, ফজলহক ফারুকী, ফরিদ মালিক, নাভিদ জাদরান।

দক্ষিণ আফ্রিকা:
টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো জ্যানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, রায়ান রিকেল্টন, তাবরাইজ শামসি, ত্রিস্তান স্টাবস, রাসি ফন ডার ডুসেন ও কর্বিন বচ।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More