ফেনীতে চোরাকারবারের দায়ে মিঠুন আহমেদ মিঠু (২৭) নামের এক পিকআপ চালকের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২১ আগস্ট) দুপুরের দিকে ফেনীর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউছুপের আদালতে এ রায় ঘোষণা করা হয়েছে। রায় ঘোষণাকালে আসামি মিঠু আদালতের উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত মিঠু চট্টগ্রামের জোরারগঞ্জ থানার পরাগলপুর গ্রামের ফরিদ আহাম্মদের ছেলে।
মামলার এজহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৬ সালের ২৪ মার্চ রাত ৩টার দিকে ছাগলনাইয়া উপজেলার মোকামিয়া এলাকার মজুমদার জামে মসজিদের সামনে সন্দেহভাজন পরিবহনে তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। এ সময় একটি পিকআপে ভারত থেকে অবৈধ উপায়ে আসা ৮ হাজার পিস মুরগির বাচ্চা, ৭২ কোটা পাউডার, ৪৪ পিস তেল ও ৯০ পিস ট্যাংক উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত অন্যান্য আসামি পালিয়ে যাওয়ার পর বিজিবি সদস্যরা পিকআপ চালক মিঠুকে আটক করে। পরদিন বিজিবির হাবিলদার মোহাম্মদ মিজানুর রহমান বাদি হয়ে এ ঘটনায় ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত করে একই বছরের ১৭ আগস্ট ছাগলনাইয়া থানা পুলিশ অভিযোগপত্র জমা দেন। আদালত এ মামলায় ৭ জনের সাক্ষ্য নিয়ে যাবতীয় কার্যক্রম শেষ করে সোমবার রায় ঘোষণা করেন। রায়ে একমাত্র আসামী মিঠুর ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
আদালতের এপিপি এডভোকেট দ্বিজেন্দ্র কুমার কংশ বনিক বলেন, রায় ঘোষণার সময় আসামী মিঠু উপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানীত হওয়ায় আদালত সাজা ঘোষণা করেন। রায় ঘোষণার পর দন্ডিত আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।
শায়লা/ দীপ্ত নিউজ