এশিয়া কাপ শুরু হতে বাকী আর মাত্র ৮ দিন। তার আগেই এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন। চোটের কারণে আসন্ন এশিয়া কাপে খেলা হচ্ছে না এই পেসারের।
আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজ চলাকালে চোটে পড়েছিলেন এবাদত হোসেন। সেই চোট কাটিয়ে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি এই পেসার। তাই আসন্ন এশিয়া কাপের স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
এর আগে এবাদতকে নিয়েই ১৭ সদস্যের এশিয়া কাপের দল ঘোষণা করেছিলেন নির্বাচকরা। তবে বিশ্বকাপের কথা মাথায় রেখে ঝুঁকি নিতে চাইছেন না টিম ম্যানেজম্যান্ট। যদিও এবাদতের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিনহাজুল আবেদিন নান্নুর মতে, আগামীকাল এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজের দ্বিতীয় ওয়ানডে চলাকালেই পেছন ঘুরে পড়ে যান মাটিতে, তখনই পায়ে আঘাত পান এবাদত। এরপর তাকে ৪৮ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়। ধারণা করা হয়েছিল, এশিয়া কাপ দিয়ে আবারও মাঠে ফিরবেন তিনি। তাই আসন্ন এই আসরের স্কোয়াডেও রাখা হয়েছিল তাকে। তবে পুরোপুরি ফিট না হওয়ায় এই পেসারকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট।
এবাদতের পরিবর্তে দলে ডাক পেতে পারেন তানজিম হাসান সাকিব অথবা খালেদ হাসান।
আল আমিন/ দীপ্ত সংবাদ