গরমে রাজধানীবাসী যখন অতিষ্ঠ তখন একপশলা বৃষ্টি অনেকটা স্বস্তি এনে দিয়েছে। বুধবার (১৫ মার্চ) সকালে চৈত্র মাসের প্রথমদিনেই হালকা বৃষ্টির দেখা মিলেছে রাজধানীতে। এতে কমেছে গরমের তীব্রতা।
বাংলা বছরের শেষ মাস চৈত্র। একই সাথে বসন্ত ঋতুরও দ্বিতীয় মাস। গত কয়েকদিনের গরমের অস্বস্তিতে পড়েন রাজধানীবাসী। তবে রাজধানীবাসীর জন্য স্বস্তির বার্তা নিয়ে আসে সকালের একপশলা বৃষ্টি। ভোর থেকেই আকাশে লক্ষ্য করা যায় মেঘের আনাগোনা।বইছিল ঠান্ডা হাওয়া। এক পর্যায়ে মেঘে ঢেকে যায় পুরো আকাশ। তবে সকাল ১০টা নাগাদ প্রকৃতি আঁধার করে ভেঙে পড়ে আকাশ। বৃষ্টির সঙ্গে রয়েছে বজ্রপাত।
বৃষ্টির পরিমাণ বেশি না হলেও তা ছিল স্বস্তির। গরমের তীব্রতা অনেকটা কমে যায়। এই সময়ে বৃষ্টিটা প্রয়োজন ছিল বলে অনেকে মন্তব্য করেন।
গত মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আল/দীপ্ত