চেমসফোর্ডের মাঠে রেকর্ড গড়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শুক্রবার (১২ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ ও আয়ারল্যান্ড।
ম্যাচ শুরুর আগেই শুরু হয়ে যায় বৃষ্টি। তাতে ৫০ ওভার থেকে কমিয়ে ৪৫ ওভার করা হয়। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৯ রান করে আইরিশরা। জবাবে ৪৪.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।
চেমসফোর্ডে বৃষ্টির কারণে প্রথম ওয়ানডে ভেসে গিয়েছিল। দ্বিতীয় ওয়ানডেতেও বৃষ্টি বিঘ্ন ঘটিয়েছে। টস হয়েছে নির্ধারিত সময়ের ঘণ্টা দেড়ক পরে। টস জিতে বোলিং নিতে ভুল করেনি বাংলাদেশ। কিন্তু তিন স্পিনার নিয়ে খেলার সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করাই যায়। ব্যাট করতে নেমে পেসার হাসান মাহমুদের তোপে ১৬ রানে দুই উইকেট হারায় আইরিশরা। সেখান থেকে হ্যারি টেক্টরের সেঞ্চুরি ও জর্জ ডকরেলের ফিফটিতে ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে ৬ উইকেটে ৩১৯ রান করে আইরিশরা।
চেমসফোর্ডে ওয়ানডেতে ১৯৮৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৪৭ রান করেছিল ভারত। এতদিন সেটিই ছিল মাঠটিতে সর্বোচ্চ সংগ্রহ। তবে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টিম ইন্ডিয়ার সেই রেকর্ড ভেঙে আয়ারল্যান্ড করে ৩১৯ রান। আর আইরিশদের গড়া সদ্য রেকর্ড ভেঙে জায়গা দখল করে বাংলাদেশ। লাল–সবুজের দল করে ৩২০ রান।
২০১৯ বিশ্বকাপে এসেছিল ওই রেকর্ড জয়। দ্বিতীয় সর্বোচ্চ ৩১৮ রান তাড়া করে জয়ের রেকর্ড হয়েছিল ২০১৫ বিশ্বকাপে। স্কটল্যান্ডকে হারিয়েছিল হাথুরুর দল। এবার ভাঙলো ওই রেকর্ডও।
ম্যাচের সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড: ৪৫ ওভারে ৩১৯/৬ (দোহেনি ১২, স্টার্লিং ০, বালবার্নি ৪২, টেক্টর ১৪০, টাকার ১৬, ক্যাম্ফার ৮, ডকরেল ৭৪*, অ্যাডায়ার ২০*; হাসান ৯–০–৪৮–২, শরিফুল ৯–০–৮৩–২, এবাদত ৯–১–৫৬–১, সাকিব ৯–০–৫৭–০, তাইজুল ৭–০–৫৯–১ ও মিরাজ ২–০–১৩–০)।
বাংলাদেশ: ৪৪.৩ ওভারে ৩২০/৭ (তামিম ৭, লিটন ২১, শান্ত ১১৭, সাকিব ২৬, হৃদয় ৬৮, মুশফিক ৩৬*, মিরাজ ১৯, তাইজুল ৯, শরিফুল ৪*; জোশুয়া ৯–০–৬৩–১, অ্যাডায়ার ৮.৩–১–৫২–১, গ্রাহাম ৬–০–৫৭–১, ম্যাকব্রাইন ৭–০–৪৯–০, ক্যাম্ফার ৫–০–৩৭–২ ও ডকরেল ৯–০–৫৮–২)।
ফল: বাংলাদেশ ৩ উইকেটে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ: নাজমুল হোসেন শান্ত।
এফএম/দীপ্ত সংবাদ