আজ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ওয়ানডে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ম্যাচে জোরেশোরেই বৃষ্টি হানা দিয়েছিল। এবার দ্বিতীয় ম্যাচেও হানা দিয়েছে বৃষ্টি। যে কারণে নির্ধারিত সময়ে টস করতে পারেননি দুদলের অধিনায়ক।
শুক্রবার (১২ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে। তবে বৈরী আবহাওয়ার কারণে শান্তিতে নেই তামিমরা। দ্বিতীয় ম্যাচেও নামলো বৃষ্টি।
ইংল্যান্ডের আবহাওয়া অফিস জানায়, সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চেমসফোর্ডে থেমে থেমে বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াস।
সকাল থেকে চেমসফোর্ডে কোনো বৃষ্টি ছিল না। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় ধারনা করা হচ্ছিল বৃষ্টি নামতে পারে। শেষ পর্যন্ত তা–ই সত্যি হলো। বৃষ্টি বাগড়া দিয়েছে টসের আগে।
এফএম/দীপ্ত সংবাদ