২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত ও শ্রীলঙ্কার আটটি ভেন্যু চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
যৌথ আয়োজক এই আসরে ভারতের পাঁচটি শহরকে ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাই রয়েছে এই তালিকায়। অন্যদিকে, শ্রীলঙ্কায় খেলা হবে তিনটি ভেন্যুতে, যার মধ্যে দুটি হলো কলম্বো ও পাল্লেকেল্লে।
আগামী বছরের ৭ ফেব্রুয়ারি শুরু হবে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ। ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, টুর্নামেন্টের পূর্ণ সূচি আইসিসি আগামী সপ্তাহেই প্রকাশ করবে।
ফরম্যাট আগের মতোই থাকছে। এবারের আসরে ২০টি দল থাকবে চারটি গ্রুপে, প্রতিটি গ্রুপে পাঁচটি করে দল। গ্রুপপর্ব শেষে শীর্ষ দুই দল উঠবে সুপার এইটে। সেখান থেকে দুই গ্রুপের সেরা চার দল খেলবে সেমিফাইনালে, আর বিজয়ীরা মুখোমুখি হবে ফাইনালে।