চূড়ান্ত তালিকাট সময়মতো আমরা ইনশাআল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। তবে যেহেতু আমরা একা ইলেকশন করব না, আরও অনেককে আমরা ধারণ করব, দেশ এবং জাতির স্বার্থে সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময়ে প্রার্থী ঘোষণা করব বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন ডা. শফিকুর রহমান। পরে সকাল ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ভিআইপি গেটে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে ১৯ অক্টোবর সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।
‘ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য দেখা গেছে। এটি কেন?’ জানতে চাইলে জামায়াত আমির বলেন, মতানৈক্য থাকবে, তবে দোয়া করেন মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নয়। তাদের দৃষ্টিভঙ্গিতেও মতপার্থক্য থাকবে এটাই স্বাভাবিক। আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি। তানৈক্যের কারণে বিরোধ লেগে গেছে অথবা দেশ একেবারে অস্থির হয়ে গেছে আমরা এইটুকু চিন্তা করতে রাজি নই।
‘সরকার রাজনৈতিক দলসমূহকে সময় বেঁধে দিয়েছেন‘ সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, না, উনারা বেঁধে দেই নাই; আমি শুনেছি ভাল করে। উনারা অনুরোধ করেছেন যে, ১ সপ্তাহ সময়ের ভিতরে রাজনৈতিক দলগুলা বসে যদি একটা কনসেনসাসে পৌঁছাতে পারে, সরকারের জন্য এটা ভাল এবং আমরাই সবার আগে আমাদের নায়েবে আমীরের পক্ষ থেকে আহ্বান জানিয়েছি যে, আসুন, আমরা খোলামেলা আলোচনা করে একটা সমাধানে পৌঁছি দেশ এবং জাতির স্বার্থে।
‘লন্ডন অবস্থানকালে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আপনার বৈঠকের কথা শোনা গেছে‘ জানতে চাইলে তিনি আরও বলেন, আপনি শুনেছেন, আমি শুনিনি।
সাংবাদিকদের উদ্দেশে জামায়াত আমির বলেন, আপনারা এত সকালে কষ্ট করে এখানে এসেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাবার আগে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করব। আসলে আপনারা ব্যক্তিগতভাবে জাতির বিবেক আর আপনাদের হাউসগুলো দর্পণ। আপনারা শুধু সাংবাদিক নন, আপনারা দেশের নাগরিকও বটে। সাংবাদিকরা যখন জাতির কল্যাণে সিদ্ধান্ত নেন, জাতি তখন কল্যাণের পথ খুঁজে পায়। আল্লাহ রাব্বুল আলামীন আপনাদের জাতির কল্যাণে কবুল করুক, সবাইকে আরেকবার ধন্যবাদ।
এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, মাওলানা আব্দুল হালিম, রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাইফুল আলম খান মিলন, মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ জামায়াত নেতারা।
এসএ