বাগেরহাটে ব্যাটারি চালিত ইজিবাইক চুরির অপবাদে শেখ আব্দুল্লাহ (২৫) নামের এক যুবককে নির্যাতনের ঘটনায় শেখ হাসান আলীকে (২৩) গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ। মঙ্গলবার (২৮ মার্চ) গভীর রাতে অভিযুক্ত হাসানকে গ্রেফতার করে বুধবার (২৯ মার্চ) দুপুরে আদালতে পাঠানো হয়।
আসামি শেখ হাসান আলী (২৩) রামপাল উপজেলার ব্রী-চাকশ্রি এলাকার আব্দুল মজিদ শেখের ছেলে।
অন্য আসামিরা হলেন: ব্রি চাকশ্রী এলাকার ওয়াজেদ শেখের ছেলে আবু সালেহ (৪২), আব্দুল মজিদ শেখের ছেলে আবুল হোসেন শেখ (৩৫) এবং জাকির শেখের ছেলে মোঃ জসিম শেখ (২৭)।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দিন বলেন, নির্যাতনের ঘটনা ভাইরলায় হওয়ার পরে আমরা নির্যাতনের শিকার যুবকের সাথে যোগাযোগ করে নির্যাতনকারীদের শনাক্তের চেষ্টা করি। ওই যুবকের মায়ের মামলা করার পর আমরা প্রধান আসামিকে গ্রেফতার করেছি। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে ইজিবাইকে বাগেরহাট আসার পথে জোরপূর্বক শেখ আব্দুল্লাহকে তুলে নিয়ে যায় ব্রি চাকশ্রী এলাকার শেখ হাসান আলী ও ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহর ভাগ্নে আবু সালেহসহ কয়েকজন। চুরির অপবাদ দিয়ে নির্যাতনের পরে শুক্রবার দুপুর ১২টার দিকে ছেড়ে দেওয়া হয় শেখ আব্দুল্লাহকে। পরে চিকিৎসার জন্য বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি হন শেখ আব্দুল্লাহ। নির্যাতনের ভিডিও ভাইরাল হলে পুলিশ মামলা নিয়ে আসামিকে গ্রেফতার করে।
এমি/দীপ্ত