চুয়েটের দুই শিক্ষার্থী নিহত ও এক শিক্ষার্থী আহতের ঘটনার প্রতিবাদে ৩য় দিনের মতো চট্টগ্রাম–কাপ্তাই সড়ক অবরোধ ও ক্লাস–পরীক্ষা বর্জন কর্মসুচি পালন করছে চুয়েটের শিক্ষার্থীরা।
সোমবার (২২ এপ্রিল) বিকেল থেকে সড়ক অবরোধ করে পলাতক ড্রাইভার এবং তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার, অ্যাম্বুলেন্স সংখ্যা শিক্ষার্থী সংখ্যার অনুপাতে অপ্রতুল হওয়ায় অতি দ্রুত শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ৪টি অ্যাম্বুলেন্স নিশ্চিত করা, চুয়েটের বাস সংখ্যা বৃদ্ধি, বিআরটিসি কর্তৃক শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণ, বাসের শিডিউল পুনঃনির্ধারণসহ ৯ দফা দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ফলে কাপ্তাইয়ের সাথে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়তে হয় মানুষের।
এ ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খানকে প্রধান করে সত সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
সোমবার বিকেলে চট্টগ্রাম কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় বাসের চাপায় নিহত হয় মোটর সাইকেল আরোহী চুয়েটের দুই শিক্ষার্থী শান্ত সাহা ও তৌফিক হোসেন। এসময় আহত হয় জাকারিয়া হিমু নামে আরেক শিক্ষার্থী।
রুনা/ আল / দীপ্ত সংবাদ