ইউনিয়ন পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা–২ আসনের সংসদদ সদস্য হাজী আলী আজগর টগর।
এ সময় সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের সঙ্গে কথা বলেন চুয়াডাঙ্গা–২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা–২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর বলেন, বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় শতভাগ নিশ্চিত করা হয়েছে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা। আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে দেশে যে উন্নয়ন করেছে তা ইতিহাসে বিরল। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা আওয়ামীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা আওয়ামীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে জীবননগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫–২০ হাজার ভাতাভোগী উপস্থিত ছিলেন।
জান্নাতুল আওলিয়া/মোরশেদ আলম/দীপ্ত নিউজ