চুয়াডাঙ্গার ফুলবাড়ি সীমান্ত থেকে ২০ হাজার ইউএস ডলার উদ্ধার করেছে বিজিবি। সোমবার (১০ এপ্রিল) সকাল পৌনে ১১ টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ফুলবাড়ি সীমান্ত থেকে ডলারগুলো উদ্ধার করে। এসময় ডলার পাচারকারী পালিয়ে যায়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি‘র) পরিচালক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বিশেষ তথ্যের ভিত্তিতে সার্বিক দিক–নির্দেশনায় ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ীর বিজিবি সদস্যরা সশস্ত্র টহল দল ফুলবাড়ি গ্রামের ফুলবাড়ী মাঠের মধ্যে এ্যাম্বুশ করে। এ সময় আনুমানিক পৌনে ১১টার দিকে এক ব্যক্তি একটি ব্যাগ হাতে ফুলবাড়ী মাঠের মধ্যে দিয়ে পার্শ্বের গ্রামের দিকে যেতে দেখলে বিজিবি টহলদল তার গতিরোধের চেষ্টা করে।
তখন ওই ব্যক্তি বিজিবি সদস্যদেরকে দেখে তার হাতে থাকা ব্যাগটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল পালিয়ে যাওয়া ব্যক্তির ফেলে যাওয়া ব্যাগটি জব্দ করে। জব্দকৃত ব্যাগের মধ্যে ০২ টি ব্যান্ডেলে ১০০ ইউএস ডলার মানের ২০০টি নোট উদ্ধার করতে সক্ষম করতে হয়।
তিনি আরো জানান, ইউএস ডলার চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আফ/দীপ্ত সংবাদ