চুয়াডাঙ্গায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১২ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় স্মার্ট চুয়াডাঙ্গার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় কৃষি ভিত্তিক ই কমার্স প্রতিষ্ঠা, ১০ মিনিটে পণ্য সেবা সরবরাহ, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, ৪র্থ শিল্প বিপ্লব প্রযুক্তি, গ্রাম কেন্দ্রিক উন্নয়নসহ একাধিক পরিকল্পনা আলোচনায় স্হান পায়।
সভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সবার আগে প্রয়োজন স্মার্ট নাগরিক। এছাড়া স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।
মতবিনিময়ে বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম ভূঁইয়া, গণমাধ্যম কর্মিসহ একাধিক ব্যক্তিবর্গ। স্মার্ট চুয়াডাঙ্গা বিনির্মাণে বিভিন্ন মতামত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হামিদ খানসহ অন্যন্য কর্মকর্তাবৃন্দ।
এমি/দীপ্ত