শনিবার, অক্টোবর ৪, ২০২৫
শনিবার, অক্টোবর ৪, ২০২৫

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের সবজি বিক্রি

চুয়াডাঙ্গায় ন্যায্য মূল্যে সবজি বিক্রি করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

রবিবার (১৯ নভেম্বর) সকাল থেকে শহরের শহীদ হাসান চত্বরে এ কার্যক্রমের শুরু হয়। এতে ১৩ পদের শাক সবজি ও কাঁচাপণ্য বিক্রি করা হচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন, বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সাধারন মানুষের নাভিশ্বাস ওঠেছে।

তাদেরকে একটু স্বস্তি দিতে প্রধানমন্ত্রীর নির্দেশে এ কার্যক্রম শুরু হয়েছে। মূলত কৃষকদের কাছ থেকে সবজি কিনে এনে সরাসরি ভোক্তা পর্যায়ে বিক্রি করা হচ্ছে। কার্যক্রমের প্রথম দিনেই ভালো সাড়া মিলেছে। এ কাজ অব্যহত থাকবে।

চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু ন্যায্য মূল্যে সবজি বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ ফরিদ আহম্মেদ, সাধারন সম্পাদক হাফিজুর রহমান, সদর উপজেলার সাধারন সম্পাদক মাফিজুর রহমান, সদস্য আতিউর রহমান বিপ্লব, ইমরান আহমেদ বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More