চুয়াডাঙ্গায় পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১মার্চ) সকাল ১০ টায় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন, সিভিল সার্জন ডা: সাজ্জাদ হাসান, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, জেলার সরকারি–বেসরকারি কর্মকর্তা ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ।
সভায় সকলের সম্মতিতে কিছু পণ্যের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়। গরুর মাংস ৭০০ টাকা,খাসির মাংস ৯০০ টাকা, মুরগির মাংস কেনা থেকে ১০ টাকা লাভে বিক্রি,সকল দোকানে মূল্য তালিকা টানানোসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মাঠে থাকবেন জেলা উপজেলা পর্যায়ের নির্বাহী ম্যাজিট্রেটগণ ও মার্কেটিং অফিসার।
অনু/দীপ্ত সংবাদ