চুয়াডাঙ্গা শহরের কোর্ট মোড়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে কাশফুল নামক একটি মিষ্টির দােকানীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১৪ জুলাই) দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আজমেদ জানান, আজ রবিবার দুপুরে একটি প্রতিষ্ঠানের মিটিং এ নাস্তার জন্য দেওয়া লাড্ডুর ভিতর পোকার উপস্থিতি দেখতে পেয়ে ভোক্তা অধিকারকে জানায় প্রতিষ্ঠান প্রধান।
এ অভিযোগের ভিত্তিতে কাশফুল নামক মিষ্টির প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সেখানে বিভিন্ন মিষ্টির মধ্যে তেলাপোকা, মাছি সহ বিভিন্ন পোকার উপস্থিতি পাওয়া যায়। এছাড়া মিষ্টির কারখানার স্যানেটারী লাইসেন্স নেই, কর্মচারীদের স্বাস্থ্যের সনদ নেই, কারখানার ফ্রিজে বাশি খাবার সহ বিভিন্ন অভিযোগে কাশফুল নাশক মিষ্টির দোকানী শ্রী উৎপল বিশ্বাসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অস্বাস্থ্যকর মিষ্টিগুলো নষ্ট করা হয়।
তিনি আরও জানান, এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযােগিতায় ছিলেন পুলিশ লাইনের একদল পুলিশ সদস্য।
জান্নাতুল / আল / দীপ্ত সংবাদ