চুয়াডাঙ্গা জীবননগর উপজেলায় মাদরাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিহাব নামের একজনকে আটক করেছে পুলিশ। গত তিন দিন আগে জীবননগর পৌর সভার নতুন তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে জীবননগর থানায় একটি অভিযোগ দিলে পুলিশ সোমবার (১৪ জুলাই) রাতে তাকে আটক করে ।
আটক শিহাব (১৮) জীবননগর পৌর সভার ৯ নং ওয়াডের নতুন তেতুলিয়া গ্রামের রফিকুল ইসলাম টেনার ছেলে।
ভুক্তোভোগী মাদরাসা ছাত্রীর মা অভিযোগ করে বলেন, গত তিন দিন আগে আমার মেয়ে মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পরে ওই গ্রামের শিহাবসহ আরও দুজন মেয়েকে মোটরসাইকেলে করে নিয়ে যায় এবং তাকে একটি দোকান থেকে খাবার কিনে দেয়। পরে ওই তিনজন বিজিবি ক্যাম্পের কাছে একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে যায়। সেখানে তার সম্মানহানি করে। বিষয়টি যাতে কেউ না জানে; সেজন্য গলায় কাচি ধরে এবং তারা তাকে হত্যার হুমকি দেয়। ভয় পেয়ে বাড়ির কাউকে কিছু জানায়নি। গত শুক্রবার অসুস্থ হলে বিষয়টি জানাজানি হয়। চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে গেলে থানায় বিষয়টি জানানো হয়। অভিযোগের ভিত্তিতে রাতেই শিহাবকে আটক করা হয়। এ ঘটনার সুষ্ঠ বিচার চাই এবং শিহাবের সঙ্গে থাকা বাকি দুজনের তথ্যও আমরা জানতে চাই।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, নতুন তেতুলিয়ায় ধর্ষণের ঘটনায় শিহাব নামের একজনকে আটক করা হয়েছে। মেয়ের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করেছে।