চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদক ব্যবসায়ী কিতাব হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে মামলা রুজুর ১২ ঘন্টার মধ্যে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন: দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮), একই গ্রামের রমজান আলীর ছেলে সাইফুল ইসলাম(৪৪),লোকনাথপুর গ্রামের মিলন হোসেনের ছেলে হাফিজুর রহমান (২০)ও লোকনাথপুর(পশ্চিমপাড়ার) রাশিদুল ফকিরের ছেলে শহিদুল ফকির(৩৫)।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, গত মঙ্গলবার রাতে গাঁজা সেবনের সময় নিজেদের মধ্যে টাকা পয়সা দেনা পাওনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে কিতাব আলীকে ধারালো হাসুয়া দিয়ে বেধড়ক কুপিয়ে হত্যা করে সাইফুল ইসলাম ও জাহাঙ্গীর আলম। পরদিন সকালে ঘটনাস্থল থেকে নিহতের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় গতকাল বৃহস্পতিবার দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে গতকাল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম ও হাফিজুর রহমানকে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা হত্যার সাথে জড়িত বলে স্বীকার করেন। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এমি/দীপ্ত