চুয়াডাঙ্গায় চুরি হওয়া মাদকদ্রব্যেকে (গাঁজা) কেন্দ্র করে ধারাল অস্ত্রের আঘাতে উভয়পক্ষের তিন যুবক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৩০ মার্চ) দুপুরে পৌর এলাকার সাতগাড়ি নতুন পাড়া গ্রামে এঘটনা ঘটে।
আহতরা হলেন, সাতগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের দুই ছেলে নাঈম (২৭) ও নয়ন (২৫), এবং একই এলাকার মনি মিয়ার ছেলে বিপ্লব হোসেন (২২)।
জানা গেছে, স্থানীয় এক মাদক ব্যবসায়ী বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে মাদকদ্রব্য (গাঁজা) লুকিয়ে রাখেন। সেখান থেকে কেউ চুরির করে নাঈমের কাছে দেয়। বিষয়টি জানাজানি হলে মাদক ব্যবসায়ীর সঙ্গে দ্বন্ধের সৃষ্টি হয় নাঈমের। একপর্যায়ে দু‘পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ধারাল অস্ত্রের আঘাতে বিপ্লব, নয়ন ও নাঈম জখম হন। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, তিনজনের শরীরের বিভিন্নস্থানে ধারাল অস্ত্রের আঘাতে জখম হয়েছে। তারা আংশকামুক্ত।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ–পরিদর্শক (এসআই) ইন্দ্রজিত রায় বলেন, প্রাথমিকভাবে জেনেছি মাদক নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
জান্নাতুল/ আল / দীপ্ত সংবাদ