চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে কোমর বাঁধ অপসারণের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৫ জুন) বেলা ১১টায় সদর উপজেলার ভিমরুল্লাহ মাথাভাঙ্গা নদী থেকে নিজ হাতে অবৈধ কোমর ও কচুরিপানা অপসারণ শুরু করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।।
কোমর ও বাঁধ অপসারণ কার্যক্রমে অংশ নেন চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম ভুইয়া সহ প্রশাসনের কর্মকর্তারা।
জেলার নদ–নদীর নাব্যতা ফিরিয়ে আনা ও বিলুপ্ত প্রায় বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ সংরক্ষণ করতে ওই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
জান্নাতুল/ আল/দীপ্ত সংবাদ