৩৯
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পান ও পাটকাটির হাটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে আসমানখালী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ করে আগুনের কুন্ডলি দেখা যায়। আগুন মুহুর্তেই ছড়িয়ে পড়ে পাটকাটির বাজারে। বাজারের বিভিন্ন জায়গা জ্বলতে থাকে আগুন। খবর পেয়ে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
চুয়াডাঙ্গা ফায়ার ও সিভিল ডিফেন্সের উপ সহকারি কর্মকর্তা রফিকুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাটকাটির গাদা থেকে আগুনের সূত্রপাত ঘটে।
জান্নাতুল/রিতু/এসএ/দীপ্ত নিউজ