বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
বুধবার, অক্টোবর ১৫, ২০২৫

চুয়াডাঙ্গায় ব্যবসায়ীকে মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলসহ সবুজ আহমেদ নামে এক ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার গড়চাপড়া মাঠ থেকে আগুনে পোড়া মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

সবুজ হোসেন (৩৭) উপজেলার বাদেমাজু গ্রামের জয়নাল ব্যাপারীর ছেলে। তিনি পুরাতন মোটরসাইকেল ক্রয়বিক্রয়ের ব্যবসা করতেন।

পুলিশ ও স্বজনরা জানায়, মঙ্গলবার রাত ৮টায় নিজের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। বুধবার সকালে তার পোড়া মরদেহ ও মোটরসাইকেল দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পোঁছে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারনা, পূর্ব শত্রুতার জের অথবা ব্যবসায়ী দ্বন্দ্বের জেরে অজ্ঞাত দুর্বৃত্তরা পরিকল্পনা অনুযায়ী তাকে হত্যার পর আগুনে ধরিয়ে পুড়িয়ে দেয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকটি বিষয় সামনে রেখে পুলিশি তদন্ত চলছে। দ্রুতই এ ঘটনার রহস্য উন্মোচন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

 

জান্নাতুল/ সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More