চৈত্র মাসে মৃদু থেকে মাঝারী ও বৈশাখের শুরুতে তীব্র থেকে অতি তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গার জনজীবন। গত ২রা এপ্রিল থেকে ১৬ই এপ্রিল পর্যন্ত টানা ১৫দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গা। মঙ্গলবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (১৯ এপ্রিল) তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.৮ ডিগ্রী সেলসিয়াস।
টানা তীব্র তাপদাহে চুয়াডাঙ্গার জনজীবন বিপর্যস্ত। প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না কেউ। একদিকে প্রচন্ড রোদ অন্যদিকে রমজান মাস এই দুইয়ে মানুষের জীবন হাসফাস অবস্থা। এতে বেশী সমস্যায় পড়েছে খেটে খাওয়া দিনমজুর ও রিকশা–ভ্যান চালকেরা। সূর্যের গনগনে আঁচে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সেই সাথে হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত আবহাওয়া কর্মকর্তা জামিনুর রহমান জানান, এ অবস্থা আরো ২–৩ দিন অব্যাহত থাকবে। আগামী ২২ এপ্রিলের পর অবস্থার উন্নতি হবে। আজ চুয়াডাঙ্গায় এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৮ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এমি/দীপ্ত