‘‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা লিগ্যাল এইডের আয়োজনে শহরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে
শুক্রবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় আদালত প্রাঙ্গণ থেকে জেলা ও দায়রা জজ জিয়া হায়দারের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে আইনজীবী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ও দায়রা জিয়া হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন–অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সেলিম উদ্দীন খান প্রমুখ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সরকার ২৮ এপ্রিলকে জাতীয় আইন সহায়তা দিবস ঘোষণা করেছে। সরকারের এই উদ্যোগের কথা সব গরিব দুঃখীকে জানিয়ে দিয়ে তাদের বিচার প্রাপ্তিতে সহযোগিতা করতে হবে।
এফএম/দীপ্ত সংবাদ