শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

চুয়াডাঙ্গায় ইন্টার্ন নার্সদের কর্মবিরতি ও মানব বন্ধন

ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফ ভাতা প্রদানের দাবীতে কর্মবিরতি ও মানব বন্ধন করেছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ইন্টার্ন নার্সরা।

রবিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মূল ফটকে এ মানববন্ধন ও কর্মবিরতি পালন করে তারা।

ইন্টার্ন সেবিকারা জানান, আমরা চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউট থেকে ৩ বছর মেয়াদী ডিপ্লােমা ইন নাসিং সাইন্স এন্ড মিডওয়াইফ এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফ কোর্স পাশ করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ইন্টার্ন নার্স ও মিডওয়াইফ হিসাবে কর্মরত আছি। বিএনএমসি প্রদত্ত আমাদের লগ বুকে ১৪নং পৃষ্টায় কোর্ড অব কন্ডাক্ট রুলস এন্ড রেজুলেশনস এর ১নং পয়েন্ট অনুযায়ী ইন্টার্ন ভাতা উল্লেখ থাকা সত্ত্বে ও আমরা ইন্টার্ন ভাতা পাচ্ছি না। আমরা আমাদের দাবি নিয়ে বরাবর বিএনএমসি এবং ডিজিএনএম অফিসে দরখাস্ত নিয়ে গিয়ে ও ইন্টার্ন ভাতা নিয়ে সৃষ্ট সমস্যার কোন সমাধান পাচ্ছি না। তাই আমরা আমাদের এই ন্যায্য পাওনা আদায়ে আজ রবিবার সকাল ১০টা থেকে কর্মবিরতি এ বিষয়ে কোন সুরহা না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান ইন্টার্ন নার্সরা।

তারা আরো জানান, ইন্টার্ন নার্সদের অধিকাংশের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। এ কারনে হােস্টেলে থেকে তাদের পক্ষে খরচ বহন করা সম্ভব না।

এসময় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রায় অর্ধশতাধিক ইন্টার্ন নার্স কর্মবিরতিতে অংশ গ্রহন করেন।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More