জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুকে এবার একহাত নিলেন আইনজীবী ও সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন (ব্যারিস্টার সুমন)। চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর কড়া সমালোচনা করে তিনি বলেছেন, ‘সংসদে চুন্নুর অবস্থান পরিষ্কার নয়। বিরোধী দল দাবি করলেও তিনি থাকেন সরকারি দলের ভেতরে। এখন এসেছেন স্বতন্ত্র সংসদ সদস্যদের মুখ বন্ধ করতে।’
বুধবার (৮ মে) সুপ্রিম কোর্টে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সুমন বলেন, ‘যদিও আমি এলাকা থেকে নির্বাচন করেছি, কিন্তু সারা দেশের মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাকে চেনেন, তারা আমার জন্য দোয়া করেছেন। আমার ইচ্ছা ছিল, এমপি হলে যেসব জিনিসগুলো প্রকাশ পেলে জাতির ভালো হয়, দেশের ভালো হয়, সেগুলো আমি প্রকাশ করব। এরই ধারাবাহিকতায় এমপি হওয়ার পর জননেত্রী শেখ হাসিনা সরকার আমাকে যা যা দিয়েছেন, আমি এগুলো প্রকাশ করেছি। আমি আগে জানতাম না এমপিরা কত সম্মানি পান, আমি মনে করি এগুলো প্রকাশ করলে স্বচ্ছতা প্রকাশ পায়। আমি আমার বেতনের কথা বলেছি, আমি কত টাকা বরাদ্দ পেয়েছি।
আমি মনে করি, এমপি হিসেবে বরাদ্দের টাকার আমি ট্রাস্টি। স্বচ্ছতার জন্য আমি বলেছি, আমি এত এত টাকা পেয়েছি। কিন্তু এটা বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নু সাহেব সংসদের স্পিকারের কাছে বিচার দিলেন।
নিজের পেশা প্রসঙ্গে সুমন বলেন, এমপি কিন্তু আমার পেশা না। আমার পেশা হলো আইন পেশা। আমি কথা দিয়েছি, এমপি হিসেবে একটা পয়সা হারাম খাব না। সুতরাং রাষ্ট্রের যে টাকা বরাদ্দ হিসেবে আমার কাছে আসবে, তা আমি তুলে ধরব। এখন আমার কেন যেন মনে হচ্ছে, আমার এই হিসেব দেয়াতে মুজিবুল হক চুন্নু সাহেবের হয়তো সমস্যা হচ্ছে। তার মনে হয় রাজনীতি করাটাই পেশা। এটা থেকেই তিনি সবকিছু নির্বাহ করেন কিনা, আমার জানা নেই। আলাদা কোনো পেশা থাকলে এটা নিয়ে চিন্তা করতেন না তিনি।
আল / দীপ্ত সংবাদ