একের পরে এক বাজে আচরণের কারণে পিএসজি ছাড়তে বাধ্য হয়েছেন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছেন এই তারকা। যেখানে তিনি পিএসজির সমর্থকদের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করেছেন।
আগামী ৩০ জুন আনুষ্ঠানিকভাবে ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হবে। অবশ্য এর আগেই যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এ দিকে পিএসজি ছাড়া নিয়ে কাতারের সংবাদমাধ্যম ‘বিইন স্পোর্টসে’ মেসির দেওয়া সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। যেখানে তিনি পিএসজির সমর্থকদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ।
সাক্ষাৎকারে লিওনেল মেসি বলেছেন, শুরুতে যেভাবে তারা আমাকে গ্রহণ করেছিল, তাতে মুগ্ধ হয়েছিলাম। তাদের অভ্যর্থনা খুব সুন্দর ছিল। কিন্তু পরবর্তীতে প্যারিসের জনসাধারণের একটি অংশ আমার সঙ্গে অন্যরকম আচরণ শুরু করে। তবে আমি মনে করি, অনেক মানুষ শুরুতে আমার সঙ্গে ভালো আচরণ করেছে।
তিনি আরও বলেন, প্যারিসের সমর্থকদের মধ্যে বিভেদ তৈরি করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। তবে আমি মনে করি, তারা এ ধরনের আচরণেই অভ্যস্ত। আমার আগে এমবাপ্পে ও নেইমারের সঙ্গেও এমনটি হয়েছে। আমি এটি সম্পর্কে জানি। তবে আমি তাদের সঙ্গেই থাকতে পছন্দ করি, যারা আমাকে সম্মান করে। আমি তাদের প্রতি সম্মান দেখিয়ে ওখান থেকে চলে এসেছি। এর বেশি কিছু আর নেই।
পিএসজিতে থাকা নিয়ে বলেন, আমি যা ভেবেছিলাম পিএসজি তা না। এখানে মানিয়ে নেয়া খুব কঠিন এবং সেটি এতটাই কঠিন যে আমার ধারণার বাইরে ছিল। প্যারিসে আমার পরিবার এবং আমার জন্য খাপ খাইয়ে চলা খুব কঠিন বিষয় হয়ে উঠেছিল।
পূর্ণ/দীপ্ত নিউজ