চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশের একটি স্কুলের ডরমেটরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে।
চীনের সরকারি বার্তাসংস্থা সিনহুয়া শনিবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে নিহতদের মধ্যে কতজন শিশু তা জানায়নি সিনহুয়া।
শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ১১টার দিকে স্কুলটিতে আগুন লাগে বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ।
আরও পড়ুন: তাইওয়ানের নির্বাচনে চীনবিরোধী নেতার জয়
বার্তাসংস্থাটি জানিয়েছে, হেনানের ইয়ানসানপু গ্রামের ইয়িংকাই স্কুলের ডরমেটরিতে আগুন লাগার অল্প সময়ের মধ্যেই ফায়ার সার্ভিস সেখানে পৌঁছে, প্রায় ৪০ মিনিট তৎপরতা চালিয়ে রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার অবস্থা এখন স্থিতিশীল।
প্রতিবেদনে আরও জানানো হয়, অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ডরমেটরির এক স্টাফকে আটকও করা হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন চীনা নেটিজেনদের একাংশ। চীনের সামাজিক প্ল্যাটফর্ম ওয়েইবোতে এক মন্তব্যকারী লিখেছেন, ‘এটা খুবই ভয়ের ব্যাপার যে, ১৩টি পরিবারের ১৩টি শিশু এক মুহূর্তেই চলে গেল। এ ঘটনায় কঠোর শাস্তি দেওয়া না হলে তাদের আত্মা শান্তি পাবে না।’
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কে টানাপোড়ন
এসএ/দীপ্ত নিউজ