চীনে বিলুপ্তির মুখে থাকা মিঠাপানির ডলফিন বা শুশুক রক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে সরকার। সম্প্রতি দেশটির ইয়াংজি নদীতে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।
তবে এর ফলে নদীর জেলেরা বিপাকে পড়েননি, কারণ নদী রক্ষার কাজ তাদেরকেই দেয়া হয়েছে। মাছ না ধরে মাছ পাহারার জন্য দেয়া হচ্ছে বেতন।
সকাল থেকে রাত পর্যন্ত নৌকায় করে নদী পাহারা দিচ্ছেন পেশায় জেলে এসব কর্মী। মূলত মিঠাপানির ডলফিন রক্ষা করতে ২০২১ সালে ইয়াংজি নদীতে ১০ বছরের জন্য মাছ ধরা নিষিদ্ধ করে চীনা সরকার।
ফলে নদী তীরবর্তী জেলেরা বেকার হয়ে পরেন। তাই জেলেদের কর্মসংস্থানের জন্য এবং নদীতে ২৪ ঘণ্টা নজর রাখার জন্য জেলেদের পেট্রলিং এর দায়িত্ব দেয় স্থানীয় প্রশাসন।
বর্তমানে ইয়াংজি নদীর বিভিন্ন পয়েন্টে ৭০০ দলে মোট ২৫ হাজার কর্মী কাজ করছেন। এরা সবাই নদীর জীববৈচিত্র্য পুনরুদ্ধারে কাজ করছেন।
স্থানীয় পরিবেশকর্মীরা জানান, ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এই নদীর ডলফিনের সংখ্যা ১০১২ থেকে বেড়ে ১ হাজার ২৪৯ এ দাঁড়িয়েছে।
এসএ/দীপ্ত নিউজ