চীনের সঙ্গে তাইওয়ানকে অন্তুর্ভুক্ত করা অনিবার্য বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি চিন পিং।
স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ানে আগামী মাসের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সময় মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক ভাষণে চীনা প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।
চীনের প্রতিষ্ঠাতা মাও সে–তুংয়ের ১৩০ তম জন্মদিন উপলক্ষে দেয়া ভাষনে তিনি বলেন, মাতৃভূমির সঙ্গে পুনরেকত্রীকরণের প্রক্রিয়া শেষ করাটা উন্নয়নের অনিবার্য শর্ত। এটি ন্যায়নিষ্ঠ প্রক্রিয়া, যা জনগণ চায়।
এদিকে, আগামী বছর ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তাইওয়ানের অষ্টম প্রেসিডেন্ট নির্বাচন।
আরও পড়ুন: চীনের সঙ্গে সামরিক যোগাযোগ পুনরায় শুরু হবে: জো বাইডেন
আল/ দীপ্ত সংবাদ