এবার চীনের বিরুদ্ধে ইন্টারনেট সংযোগ কেটে দেয়ার অভিযোগ করেছে তাইওয়ান। বুধবার (৮ মার্চ) এক বিবৃতিতে তাইওয়ান জানিয়েছে, উপকূলবর্তী অঞ্চল মাৎসুর ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।
চীন–তাইওয়ানের মধ্যকার বিরোধ থামছেই না উল্টো প্রতিনিয়ত বাড়ছে। তাইওয়ানের একটি দ্বীপের ইন্টারনেট সংযোগ কেটে দেয়ার অভিযোগ করেছে তাইওয়ান। অঞ্চলটিতে যেকোনো সময় চীনের সেনাবাহিনী প্রবেশ করতে পারে বলে চলতি সপ্তাহেই আশঙ্কা প্রকাশ করে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর এপির।
চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন তাইওয়ানের উপকূলবর্তী অঞ্চল মাৎসুতে প্রায় ১৪ হাজার মানুষের বসবাস। দুটি সাবমেরিনের মাধ্যমে ইন্টারনেট সংযোগ বজায় রাখা হয় মাঝারি এই জনপদের। অভিযোগ চীনের একটি মাছ ধরার নৌকা একটি সাবমেরিনে ধাক্কা দেয়। এতে ইন্টারনেট সংযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় মাৎসুতে।
নিয়মিত সংবাদ সম্মেলনে ইন্টারনেট নিয়ে অভিযোগের কোনো প্রতিক্রিয়া না জানালেও, তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে, আবারও তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। জাতীয় কংগ্রেসের ১৪তম সম্মেলনের প্রথম দফার সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাইওয়ান প্রণালীর মানুষ এক পরিবারের অংশ। শান্তিপূর্ণ দেশটির জনগণ একে অপরের বিরুদ্ধে কখনো সংঘাত করতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।
এফএম/দীপ্ত সংবাদ