৭
চীনের গুয়াংজি প্রদেশের ন্যানিং অঞ্চলটির বেশিরভাগ সরষে আবাদ হয়োছে। যেদিকে চোখ যায় চারদিকেই হলুদ আভা। নববর্ষে দেশটির গুয়াংজি প্রদেশে সরষে ক্ষেত দেখতে ভিড় করছেন পর্যটকরা।
ন্যানিং অঞ্চলটি সরষে উৎপাদনের জন্য বিখ্যাত। এবার এই অঞ্চলটিতে সরষের ভাল ফলন হয়েছে। তাই চরদিকে দেখা যাচ্ছে হলুদ সরষে ফুল।
চীনের কৃষকরা জানান, এ বছর ১ হাজারের বেশি একর জমিতে সরষে চাষ হয়েছে।
এক পর্যটক বলেন,জায়গাটা অদ্ভুত সুন্দর। পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর হয় না। মূলত শুধু সরষে ফুল দেখাই মুখ্য বিষয় নয় যোগাযোগ মাধ্যমে সুন্দর ছবি দেয়ার জন্য ন্যানিং এ যাচ্ছেন পর্যটকরা।
যূথী/দীপ্ত সংবাদ