৪
তিনদিনের রাষ্ট্রীয় সফরে চীনের বেইজিং উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই‘র আমন্ত্রণে এ সফরে গিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিন দিনের সফর শেষে ২৪ জানুয়ারি (শুক্রবার) তার দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, আগামী ২১ জানুয়ারি রাজধানী বেইজিংয়ে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন চীন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র উপদেষ্টা।
এসএ