দীর্ঘদিন পর অবশেষে নীলফামারীর চিলাহাটি–টু–ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ চালু হতে যাচ্ছে। রবিবার (৪ জুন) সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি এ ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই সময়ে চিলাহাটি রেলস্টেশন চত্বর থেকে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
জানা যায়, আন্তঃনগর ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি প্রতিদিন সকাল ৬টায় চিলাহাটি থেকে ছেড়ে বিকাল ৩–১০টায় কমলাপুর স্টেশনে পৌঁছবে। আবার সোয়া ৪টায় কমলাপুর থেকে ছেড়ে রাত ১টায় চিলাহাটি পৌঁছবে। আর এ ট্রেনের সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হয়েছে শনিবার। অর্থাৎ শনিবার ছাড়া সপ্তাহে ছয় দিন ট্রেনটি এ রুটে চলাচল করবে।
চীন থেকে আমদানি করা নতুন কোচের ওই ট্রেনে আসনসংখ্যা ৭৯২টি। ট্রেনটিতে এসি সিট, এসি চেয়ার ও শোভন চেয়ার শ্রেণির আসন ব্যবস্থা থাকবে। চিলাহাটির পর বিরতি রয়েছে ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, জয়পুরহাট, সান্তাহার, ঈশ্বরদী বাইপাস ও বিমানবন্দর স্টেশনে।
আফ/দীপ্ত নিউজ