২৯
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন শুনানি এক মাস পিছিয়ে আগামী ২০২৫ সালের ২ জানুয়ারি ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম আদালতে চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় নতুন তারিখ ধার্য করেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের এডিসি (প্রসিকিউশন) মফিজুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২৫ নভেম্বর বিকেলে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকা থেকে গ্রেপ্তার হন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস।
এসএ