বিপিএলে তৃতীয় জয়ের দেখা পেয়েছে ঢাকা ক্যাপিটাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তানজিদ তামিমের ঝড়ো ব্যাটিংয়ে চিটাগং কিংসকে ৮ উইকেটে হারিয়েছে শাকিবের খান দল। দশ ম্যাচে তিন জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এলো ঢাকা।
ঢাকা ক্যাপিটাল-চিটাগং কিংস বিপিএলের দুই দলের প্রথম সাক্ষাতে ঢাকাকে ৭ উইকেটে হারিয়েছিলো কিংস। ফিরতি মুখোমুখিতে যেন সেই হারের শোধ নিলো ঢাকা। পুরো ম্যাচে ব্যাট-বলের আধিপত্যে স্বাগতিকদের কোনো পাত্তা না দিয়েই দারুণ জয় তুলে নিলো শাকিব খানের ফ্রাঞ্চাইজিটি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ধীরগতির হয় চিটাগংয়ের। উদ্বোধনী জুটিতে ৪৪ বলে ৪০ রান করেন দুই ওপেনার নাঈম ইসলাম ও জুবাইদ আকবরি।
২৩ রান করে সাজঘরে ফেরেন জুবাইদ। দ্বিতীয় উইকেটের জুটিতে গ্রাহাম ক্লার্ককে নিয়ে ৪৯ রানের জুটি গড়ে রানের গতি কিছু বাড়িয়ে তোলেন নাইম। ১৯ রান করেন গ্রাহাম। নাইমের ৪৪ রানের ইনিংস শেষ হয় মোসাদ্দেকের শিকার হয়ে।
শামীম ১৫, আর চিটাগংয়ের পাকিস্তানি ব্যাটার হায়দার আলি’র ১৬ রানে ভর করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৪৮ রানের পুঁজি পায় স্বাগতিকরা।
সহজ লক্ষ্য তাড়ায় তানজিদ তামিম-লিটন দাসের ৭৫ রানের জুটিতে দারুণ শুরু হয় ঢাকা ক্যাপিটালের। লিটন ২৫ রান করে আউট হলেও অপরাজিত ৯০ রানের ইনিংসে দলের জয় নিশ্চিত করেন তানজিদ তামিম। আসরে এটি তৃতীয় জয় ক্যাপিটালের।
মোহাম্মদ হাসিব/এজে