১৭ বছর পর দেশে ফিরে চিকিৎসাধীন অবস্থায় থাকা মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (৬ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে খালেদা জিয়া‘র গুলশান বাসভবন ‘ফিরোজা‘ থেকে প্রাইভেটকার করে পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালে আসেন তিনি ।
চিকিৎসার খোঁজখবর নেওয়ার পর ডা. জুবাইদা রহমান ধানমন্ডি ৫ নম্বর তার বাবার বাসা ‘মাহবুব ভবন‘ যাবেন। সেখানে তার মা সৈয়দা ইকবাল মান্দ বানু এবং বড় মেয়ে শাহীনা জামান ও তার পরিবারের অন্য সদস্যরা থাকেন।
ইতোমধ্যে ডা. জুবাইদা রহমানের আগমন ঘিরে ‘মাহবুব ভবন‘ রঙ ও সাজসজ্জা করা হয়েছে। স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। ভবনের সামনে দেয়ালটির ওপরে বসেছে কাঁটাতারের বেষ্টনি। নিরাপত্তার স্বার্থে ভবনটির প্রধান ফটক বন্ধ রাখতে দেখা গেছে।
দীর্ঘ ১৭ বছর পর মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩৮ মিনিটে কাতার আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্স করে শাশুড়ি খালেদা জিয়া‘র সঙ্গী হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডা. জুবাইদা রহমান।
উল্লেখ্য, ২ মে বিশিষ্ট সমাজসেবী ও স্বাধীনতা পদকপ্রাপ্ত সৈয়দা ইকবাল মান্দ বানু অসুস্থ হয়ে রাজধানী, পান্থপথ এলাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন। তিনি সাবেক নৌ–বাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের স্ত্রী।
সমাজসেবামূলক সংগঠন ‘সুরভী ফাউন্ডেশন’–এর মাধ্যমে তিনি সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করেছেন এবং এর স্বীকৃতি হিসেবে লাভ করেন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা—‘স্বাধীনতা পদক‘।
ডা. জুবাইদা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৭৮ সালের ৪ নভেম্বর থেকে ১৯৮৪ সালের ৬ অগাস্ট পর্যন্ত বাংলাদেশের নৌ–বাহিনী প্রধান ছিলেন।
এসএ