শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে দল থেকে ছুটি নিয়েছেন ফিল সিমন্স। চিকিৎসার জন্য লন্ডন গেছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ। খবর।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে টিম হোটেল থেকে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।
বাংলাদেশ–শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামীকাল শনিবার। ওই ম্যাচে দলের সঙ্গে থাকতে পারবেন না সিমন্স। তবে তৃতীয় ওয়ানডের আগে যোগ দেবেন। তার শ্রীলঙ্কায় ফেরার কথা ৭ জুলাই।
‘ক্রিকবাজ‘কে টিম ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, ‘ফিল সিমন্স ব্যক্তিগত কারণে দুই দিনের জন্য যাচ্ছেন। তার ফেব্রুয়ারিতেই চিকিৎসকের এপয়েন্টমেন্ট ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেটা মিস করেন। এখন যে এপয়েন্টমেন্ট সেটা পরিবর্তন করা যাবে না। তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। সফর শুরুর আগেই তিনি বোর্ডকে এই বিষয়ে (চিকিৎসক দেখানো) জানিয়েছিলেন।’
আল