চিকিৎসকদের উপহার দিতে গিয়ে বড় ধরণের খরচ করছে ওষুধ কোম্পানিগুলো। যার কারণে ওষুধের দাম বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অবস্থার উন্নয়নে প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নাম লেখা বাধ্যতামূলক করা এবং ওষুধ প্রশাসনকে দাম নির্ধারণের ক্ষমতা দেয়ার পরামর্শ দিয়েছেন তারা।
সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে এমন কথা বলেন স্বাস্থ্য সচিব। ওষুধ কোম্পানিগুলোর পক্ষ থেকে চিকিৎসকদের উপহার হিসেবে এক সময় কলম আর প্যাড দেয়া হতো। যা এখন নগদ টাকা থেকে শুরু করে ফ্ল্যাট পর্যন্ত পৌঁছেছে। এ নিয়ে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ওষুধ উৎপাদনের চেয়ে বিতরণ ও বিপননে কোম্পানিগুলো বেশি খরচ করছে। এতে দাম বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
পরিস্থিতির উন্নয়নে প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নাম লেখা বাধ্যতামূলক করা এবং ওষুধ প্রশাসনকে দাম নির্ধারণের ক্ষমতা দেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ব্যয় বহন করতে না পেরে অনেকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবেন।