গন্তব্য নির্ধারণ করে দিলেই যাত্রীদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেবে চালকবিহীন উড়ন্ত ট্যাক্সি। বিদ্যুৎ–শক্তিতে চলায় জ্বালানি খরচ নিয়েও চিন্তা করতে হবে না। শুনতে অবাক লাগলেও উড়োজাহাজের আদলে চালকবিহীন এই উড়ন্ত ট্যাক্সি তৈরি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান ‘উইস্ক অ্যারো’।
চারজন যাত্রী নিয়ে সর্বোচ্চ চার হাজার ফুট ওপরে উড়তে পারে এই এয়ার ট্যাক্সি। ১৪০ কিলোমিটার গতিতে পথ পাড়ি দিতে সক্ষম বাহনটি খাঁড়াভাবে ওঠানামা করতে পারে। ফলে বড় রানওয়ের দরকার না হওয়ায় শহরের যেকোনো স্থান থেকে যাত্রী ওঠানামা করতে পারে।
উড়ন্ত ট্যাক্সিতে বড় ইঞ্জিনের বদলে ব্যবহার করা হয়েছে ছয়টি রোটর। প্রতিটি রোটরেই রয়েছে পাঁচটি ব্লেড। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) অনুমোদন পেলে ভবিষ্যতে উড়ন্ত ট্যাক্সির সাহায্যে বাণিজ্যিক ফ্লাইটও পরিচালনা করা সম্ভব হবে বলে আশা করছে উইস্ক অ্যারো।
সূত্র: দ্য ভার্জ